Results for
"Poem"
Poem - The Cruelty of The Thunderbolts | কালদ্বীপ
The Cruelty of The Thunderbolts
How do we go there,
Where every moment plays -
The cruelty of the thunderbolts!
How do we go there,
where is no access of sun rays,
no sign of breath ....
How do we accept him
Who refuse to let the healthy air flow;
Just shouting in the air and provide blow!
How do we remain there
where heart of the earth became the hard stone,
The veins of the trees having the dead bone!
How would we live our afterlife!! Pleasease....Save Green...Save Life...
কালদ্বীপ
কেমন করে যাই ওপারে,
যেখানে প্রতি মুহূর্তে খেলে চলে-
বজ্রশিখার নির্মমতা!
সেইখানে যে রবি কিরণ প্রবেশ নিষেধ,
স্নিগ্ধ বাতাস বয়ে যাওয়া মানা;
বাতাসে মিশে শুধু হলাহল!
পাষাণ হৃদয় থাকা কঠিন পাথরে,
গাছেদের শিরায় বয়ে চলে
জীবনের পরের পরিণাম
সবুজহীন হয়ে।।
Bengali poem: Bengali romantic poem
Bengali poem: Bengali romantic poem
Hridoyer Sure
প্রদীপের শিখাটা কাঁপছে,
আমার হৃদয়ের সঙ্গে;
কোন অজানা সুরে বাজে বাঁশি-
আমার অঙ্গে অঙ্গে!
তোমার বাণী ওই যে শুনি
কোন দূর হতে ধায়,
আমার দিকে আসছে যে-
শ্রাবণের পায়ে পায়ে।
Prodeep-er sikhata kapche,
Amar hridoyer songe;
Kon ojana sure baje bashi-
Amar onge onge!
Tomar bani oi j suni
Kon dur hote dhay,
Amar dike as6e je-
Sraboner paye paye.
________
Bengali poem: Bengali romantic poem
Bengali poem: Bengali romantic poem
Amar Ghore Kalboisakhi
 |
Bengali poem |
আজ কালবৈশাখী,
আমার ঘরে এসেছে কোন-
সুদূরের কালবৈশাখী!
আমার জানলায় ঝড়ের
চিঠি ওড়ে,
বৃষ্টির ফোঁটা জানলায়
আছড়ে পড়ে;
আমার চুলের মতো
মনটা নিয়ে
কানাকানি করে।
আমার ছায়াটা ওই উড়ে গেল-
ঝড়ের বেগে,
অতি কম্পমান প্রদীপের আলোয়
তোমার ছায়া হবার আবেগে!
আমার সর্বাঙ্গ সিক্ত
কোন সে কবির ছোঁয়ায়,
কার তিষ্ণার্ত নিঃশ্বাস পড়ে
আমার চোখের পাতায়!
আজ কালবৈশাখী,
আমার ঘরে এসেছে কোন-
সুদূরের কালবৈশাখী।
________
Bengali Poem : Bengali Romantic Poem Shayari 2019
Bengali Poem : Bengali Romantic Poem Shayari 2019
আজ আমি শান্ত,
গভীর এক নদীর মতন!
আজ আমি অচেনা শব্দ;
রাত পাখির স্বরের মতন।
আজ আমার রাস্তা চলা-
হাজার লোকের ভিড়ে;
এক রাশ কোলাহল আর,
গানকে সঙ্গী করে।
আজ আমার ক্যানভাসে
অজানা তুলির আঁকা;
এক পশলা বৃষ্টির জন্য
জানলা খুলে রাখা।
আমার ডায়েরির পাতায় পাতায়
না লেখা কবিতার উঁকি,
জীবনের রেখাটা বোধহয়
আরও আঁকিবুঁকি।
গোধূলি-নদীর ভেলায় চড়ে
আমি নিঃসঙ্গতার খোঁজে,
দিগন্তের লাল রেখাটা
মন ছুঁতে চাইছে যে।
আজ আমি চলেছি আবার
নতুন স্বপ্ন নিয়ে,
নতুন এক ঊষার আলোয়
নিজেকে রাঙিয়ে।।
Durga Puja : Bengali Poem
Durga Puja : Bengali Poem
 |
Durga Puja |
আসছে পুজো
আসছে পুজো আসছে পুজো
বলল বাতাস কানে কানে,
নীল আকাশে মেঘের ভেলা
বলল গানে গানে।
শিউলি ফুলের পাপড়ি শুধায়
রঙ মাখবি কে রে,
ভোরের আলো ফুটেই বলে
আমায় রাঙিয়ে দে রে।
হাসছে দেখো খেত জুড়ে ওই
কাশফুলের দোলা,
ঢাকের তালে নাচবে বলে
তার সকল হৃদয় খোলা।
একে একে উঠছে ফুটে
পদ্মফুলের দল,
দশভূজার উৎসবে তারা
করবে কোলাহল।
আসছে উমা, মায়ের কোলে
মায়ের যে তর সয় না
দোকান বাজার- শপিং মলে
ভিড় তো আর কমেই না।
শরৎ নিজের ডালি খুলে
দিচ্ছে প্রকৃতি রাঙিয়ে,
আসছে পুজো, আসছে পুজো
খুসির লাবন্য ঝরিয়ে।